প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দূর্নীতিমুক্ত চৌদ্দগ্রাম গঠনে সকলের সচেতনতা প্রয়োজন

মোঃ  লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ৫ আগস্ট ২০২৪ রোজ সোমবার বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের কারণে দেশে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আজ ১০ আগস্ট রোববার থেকে অফিস পাড়ায় পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও ঘুষ ছেড়ে দেন। কারণ, আপনি জনগণ থেকে ঘুষ নিলে আপনার প্রয়োজনীয় কাজে আপনিও অন্য কাউকে ঘুষ দিতে হচ্ছে। আর কেউ ঘুষ গ্রহণ না করলে সুন্দর হবে চৌদ্দগ্রাম। একটা বিষয় লক্ষ্যণীয়, চৌদ্দগ্রামের সেবাগ্রহীতাদের জিম্মি করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কোটি কোটি টাকা কামিয়েছেন। এক্ষেত্রে ব্যবস্থা নেয়ার সক্ষমতা থাকা স্বত্ত্বেও চুপ ছিলেন কর্তা ব্যক্তিরা। এছাড়া চাঁদাবাজ সাংবাদিকদের নিয়মিত চাঁদা দিয়ে অবৈধ কার্যক্রম চলেছিল।

চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে সব সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলবো, প্লিজ-এবার দুর্নীতি করার চিন্তা বাদ দেন। সুন্দর চৌদ্দগ্রাম গঠনে আপনিও অংশগ্রহণ করুন। এক্ষেত্রে সকলের সচেতনতা প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন