প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জ জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

আলেয়া আক্তার লিজা স্টাফ রিপোর্টার: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) দুপুরে নগরীর ডিআইটি এলাকা থেকে নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে আদালত চত্তরে গিয়ে জাকির খান মুক্তির দাবিতে নানা স্লোগান দেয় । স্লোগানে মুখরিত হয়ে আদালতে সামনে রাস্তায়। এবং মিছিলটি শেষ করেন আদালত চত্বর হয়ে ডিআইটি এলাকায় ।

মিছিল শেষে ডিআইটি এলাকার প্রাঙ্গনে এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি জানায়, জাকির খান কারাগারে রয়েছে। এই সংকটময় সময়ে তাকে নারায়ণগঞ্জবাসীর প্রয়োজন। তাই এই সরকারের কাছে তার মুক্তির দাবি জানাতে নেতাকর্মী দলে দলে আদালতের সামনে চত্বরে বিক্ষোভ করছে।

প্রসঙ্গত, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ জাকির খানকে আদালতে আনা হয়নি। আগামী ২৫ আগস্ট পরবর্তীদিন ধায্য করেছে আদালত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন