প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জের সব থানার কার্যক্রম শুরু

আলেয়া আক্তার লিজা স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ৭টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে সব ফাঁড়ির কার্যক্রমও আজকালের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রোববার (১১ আগস্ট) বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার ও শনিবার জেলার ৭টি থানা সচল করা হয় সেনাবাহিনীর পাহারায়।

এরই মধ্যে জেলার ৭টি থানায় বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে এবং মানুষ নানা অভিযোগ নিয়ে থানায় আসতে শুরু করেছে। থানাগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, আমরা শুক্রবার থেকে পুরোদমে সচল আছি। আমাদের এখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসছে।

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালনে সর্বোচ্চ সক্রিয় থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন