প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য বন্ধে সভা রূপগঞ্জ

(নারায়ণগঞ্জ)সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাঁদাবাজি, মাদক সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য রোধে শিক্ষার্থী ও উপজেলা প্রশসনের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল ১১আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাবি’র ছাত্র ও রূপগঞ্জ উপজেলা সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক আনিছুর রহমান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) সিমন সরকার, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি আঁখি আক্তার, রাহাত হোসেন, শিবলী সাদিক পূর্ণ, আমিরুল ইসলাম, মাহাদী হাসান জিম, মাহফুজুর রহমান, সুমন আহম্মেদ, রনি আহম্মেদ, নাঈমা রহমান মীম, রাবেয়া ইসলাম জাহিদ হাসান ও আবির হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, চাঁদাবাজি, সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে হবে। চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল অপকর্ম বন্ধে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতা করবে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহবান জানান। এ দিকে নারায়ণগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমানের সাথেও তারা অনুরূপ সভা করেন। রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন