প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সেনাবাহিনী

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,স্টাফ রিপোর্টার জয়পুরহাটঃ জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সেনাবাহিনী। শনিবার বেলা ১১টায় জয়পুরহাট হাড়াইলে অবস্থিত যুব ভবনে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মেজর রেজা আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ সভাপতি মাসিকুল আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিন্টু, রাশেদুজ্জামান রাশেদ, সোহেল আহমেদ লিও, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক শামীম কাদির, শাহিদুল ইসলাম সবুজ, মোমেন মুনি, যমুনা টিভির আব্দুল আলিম, চ্যানেল ২৪ টিভির হারুনুর রশিদ, প্রথম আলোর রবিউল ইসলাম রুবেল, সহ অন্যারা।

এ সময় চলমান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান সেনাবাহিনী কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন