প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে যানজট নিরশনে শিক্ষার্থী’রা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ,স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ জয়পুরহাট শহরে যানযট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন তারা। এসব শিক্ষার্থীদের উৎসাহ দিতে খাবার খাওয়াচ্ছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কে দায়িত্বরত শতাধিক শিক্ষার্থীকে খাবার খাইয়েছেন জয়পুরহাট মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

এসময় কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান চৌধুরী, প্রভাষক শামীমা আক্তার, ফারজানা আক্তার রুঞ্জুসহ কলেজের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন