প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাট সীমান্ত এলাকার আতংকিত সনাতন ধর্মালম্বীদের পাশে – ১৪ বিজিবি 

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ জয়পুরহাটে কোন স্যঘাত না ঘটলেও আতংকে দিননরাত পার করছেন সীমান্ত এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দা। এসময় জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের পাশে ১৪ বিজিবি সদস্যরা।

শনিবার ১০ আগস্ট বিকাল ৩ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী দামদরপুর গ্রামে সবেচেয়ে বেশী সনাতন ধর্মাবলম্বী লোক বসবাস করেন। বর্তমান চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার  পুলিশরা।  সেই মুহুর্তে পাঁচবিবি উপজেলার সব ধর্মের মানুষ, জনপ্রতিনিধিসহ বিজিবির কর্মকর্তাসহ অধনস্ত বিজিবি সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল হামিদ উদ্দিন, উপঅধিনায়ক মেজর শাফায়াত  জামান,  আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ  মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন