মাহাবুব হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে হাট বাজারের অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করে দিয়েছে ছাত্র সমাজ।ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃমাহাবুব হোসেন জানায়, মঙ্গলবার হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পেলে শনিবার বনপাড়া হাটে তথ্য নিতে যে হাতেনাতে ধরা পড়ে খাজনা আদায়কারী রুবেল ।তারপর যখন ছাত্ররা বাজার মনিটরিং করতে ছিল তাদেরকে বিষয়গুলো জানানো হয় ছাত্ররা এ বিষয়ে জানার পরে অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করে দেন । এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত হাসিলের কথা স্বীকার করেন ইজারাদারের ব্যবস্থাপক প্রদিপ পাল।
হাট ইজারাদারের নাম অনুকুল সাহ। তিনি বনপাড়া পৌর এলাকার দিয়াড়পাড়া এলাকার বাসিন্দা।
ছাত্রসমাজের প্রতিনিধি আদনান আহমেদ, মারুফ মজুমদার ও জয়নুল আবেদিন বলেন, নাটোর-বড়াইগ্রাম বনপাড়া বাজার মনিটরিং পড়ার সময় একজন সাংবাদিক ছাত্রদের তথ্য দেয় যে ৪০ টাকা হাসিল নিয়ে রশিদ দিয়েছে ১০ টাকার। ছাত্ররা বলেন কয়েকজন হাটে গিয়ে দেখতে পাই সরকারি নির্ধারিত মূল্য ১০ টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ৪০ টাকা, ১৭০ টাকার নিয়ে রশিদ দিচ্ছে ৪০ টাকার। এ ভাবেই হাট বাজারের প্রতিটি দোকান থেকে সরকারি নির্ধারিত হাসিল থেকে অতিরিক্ত আদায় করা হচ্ছিল। আমরা হাসিল আদায় অফিসে গিয়ে বিষয়টি জানালে তারা অস্বীকার করেনৃ। পরে হাটে আদায়কারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ইজারাদারের আদায়কারী প্রদিপ পাল ,ভুল স্বীকার করে বলেন এতদিন আমরা যা করেছি তা আর করব না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন এই ধরনের অনিয়ম আর করবেন না। পড়ে হাটের ইজারাদার দের সাধারণ ক্ষমা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস