প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিসিএস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “নতুন বাংলাদেশ বিনির্মাণে করনীয়” সভা ও অগ্রগতি

শোয়েব হোসেনঃ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি রাজস্বের সিংহভাগ যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ কর্তৃক রাষ্ট্র পরিচালনায় গঠিতব্য নতুন উপদেষ্টা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা সহ সর্বোচ্চ রাজস্ব যোগানের মাধ্যমে দেশের উন্নয়নের চাকাকে বেগবান করার লক্ষ্যে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

জানা যায়, গত ৮ই আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে (বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের কর্তৃক ” নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়” নির্ধারণ-কল্পে একটি সভা আহ্বান করা হয়। আয়োজিত সভার কাস্টমস ও ভ্যাট অনু বিভাগের সদস্য ও কমিশনারগণ,ক্যাডার সদস্যগণ ছাড়াও সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বৈষম্য বিরোধী গণ অভ্যুখখানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও তাদের আত্মার রুহের মাগফেরাত কামনা করা হয়। উক্ত সভার সার্বিক বিষয়বস্তু পেজ রিলিজ আকারেও প্রকাশ করা হয় যাতে উক্ত অ্যাসোসিয়েশনের মহাসচিব একেএম নুরুল হুদা আযাদ ও সভাপতি ড. মো: শহিদুল ইসলাম এর স্বাক্ষর রয়েছে।

উক্ত প্রকাশিত প্রেস রিলিজে আরো জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সকল দপ্তর/স্টেশন/ বন্ধর সমূহের সুরক্ষা নিশ্চিতকল্পে করণীয় ও এ বিভাগের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ক আলোচনা করা হয়। উন্নয়নের সাথে তাল রেখে লক্ষ্যমাত্রা অর্জন সুনিশ্চিত করন ও রাজস্ব-প্রশাসনের গতিশীলতা আনয়নে বিদ্যমান অবকাঠামো পুনর্গঠন এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের জৈষ্ঠ সদস্যগণের মধ্য হতে অভিজ্ঞতা লব্ধ একজনকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা এখন সময়ের দাবি বলে যৌক্তিকতা তুলে ধরা হয় এই সভায়। তাছাড়াও সেবা গ্রহীতার সন্তুষ্টি অর্জন নিশ্চিতকরণ, ক্যাডার সম্প্রসারণ কার্যক্রম আশুভিত্তিতে সম্পন্নকরন, দ্রুত পদোন্নতিযোগ্য সকল পদ পূরণ, চলতি ও দায়িত্বের অবসান, ইউনিফর্ম চালু সহ অন্যান্য বিভিন্ন বিষয়ও আলোচিত হয়। পরিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার উত্থাপিত প্রস্তাবনার সাথে একাত্মতা ঘোষনা সহ তা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। খবর প্রকাশিত হবার আগ পর্যন্ত আলোচনার সমস্ত বিষয়বস্তের অগ্রগতির লক্ষ্যে গোছগাছ চলমান রাখার খবর পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন