প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মান

কে.এম. হাছান: ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ফরিদগঞ্জ বাজারের ওয়াপদা সংলগ্ন গাজী বাড়ির প্রবেশ মুখের ভবনের দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে দলিল লেখক হোসেন গাজীর বিরুদ্ধে।

ভুক্তভোগী হাসান গাজী এই প্রতিবদেককে জানান, ২০১৫ সাল থেকে হোসেন গাজী জোরপূর্বক ভাবে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে ও ফরিদগঞ্জ থানায় একাধিকবার বৈঠক হলেও বৈঠকের সিদ্ধান্ত না মেনে হোসেন গাজী পেশি শক্তি প্রয়োগ করে যাচ্ছেতাই করে যাচ্ছেন। পরে একেবারে অতিষ্ঠ হয়ে আমাদের সম্পত্তি ফিরে পেতে ২০২৩ সালের ৮ নভেম্বর আদালতে একটি অভিযোগ দায়ের করি আমরা ৷ অভিযোগের আলোকে ২০২৩ সালের ২৯ নভেম্বর সম্পত্তিগত বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত সম্পত্তির উপর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা দায়রা জজ আদালত। এর পর কাজ বন্ধ থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে শুক্রবার (৯ আগস্ট) সকালে থেকে দেখছি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হোসেন গাজী নিজে দাড়িয়ে থেকে তাড়িগড়ি করে ভবনের দেয়াল নির্মানের কাজ করছেন।

এদিন সকালে গঠনাস্থলে গিয়ে দেখা যায় ৬/৭ জন শ্রমিক তড়িগড়ি করে করে দেয়াল নির্মানের কাজ করছেন। এসময় কাজের নিষেধাজ্ঞার বিষয়ে নির্মাণ শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন নিষেধাজ্ঞার বিষয়টি জেনেই আমরা কাজ করছি।

এ বিষয়ে ভুক্তভোগী হাসান গাজী ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডলকে বিষয়টি সম্পর্কে অভিহিত করলে তিনি, সেনাবাহিনীর মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। দিনবর কাজ করা শেষে এদিন বিকিলে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাজ বন্ধ করা হয়৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন