প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটের পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ 
অদ্য ৯/৮/২০২৪ ইং শুক্রবার সকাল ১০ ঘটিকা সময় নরসিংদী সদর প্রেস ক্লাবের হল রুম
নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা বাবুল , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকা প্রকাশক সম্পাদক এ বি এম আজরাফ টিপু ,
সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নূরুজ্জামান পিটু ,রফিকুল ইসলাম
সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান শাহ চিশতী, মোঃ কামাল হোসেন প্রধান ( দৈনিক কলম যোদ্ধা )ডাক্তার শরীফ,, যুগ্ম সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম রনি ,সাংগঠনিক সম্পাদক ফাহিমা খানম , কোষাধক্ষ্য কামাল উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মোল্লা ,প্রচার সম্পাদক লামিয়া সরকার বর্ষা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকারিয়া, সদস্য রফিক,হাসান সরকার,তালাত মাহমুদ আব্দুল সালাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সহ সভাপতি আর এ লায়ন সরকার ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ।
এ সময় সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচয় এর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের চারজন শিক্ষার্থীকে সম্মান দেওয়ার হয়।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ,জনতা, পুলিশ ও সাংবাদিক সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন