প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপের পানখালী ইউনিয়নে খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী

– খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডে খোনা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে অতিরিক্ত ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারনে ৫ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভদ্রা নদীর তীরে পানখালী ইউনিয়নের খোনা এলাকায় ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলাকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে যেতে পারে বলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান।
তিনি আরও জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান সহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মোঠফোনে জানানো হয়েছে। নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসিয়াল কাজে বাহিরে আবস্থান করছেন বলে জানান। এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বললেন আমি খবর পেয়েছি অফিসিয়াল কাজে বাহিরে থাকার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তৎক্ষনিক ভাবে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে কাজ চলছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন দাকোপে পানখালী ইউনিয়ন খোনা এলাকায় নদী ভাঙ্গনের খবর পাওয়ার পর পরই আমাদের লোকজন ঘটনা স্থলে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙ্গনের কাজ চলার কারণে সেখান থেকেই লোকজন এনে বস্তা ফেলে প্রাথমিক ভাবে কাজ শুরু করে দিয়েছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন