প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকা ছাত্রদের বিজয়ের উল্লাস

মোঃ আল আমিন ইসলাম: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে লাগাতার ছাত্র-জনতার আন্দোলনে টোপের মুখে পড়ে জলঢাকা থেকে অনেক আওয়ামী লীগ নেতা বিদায় নেন। জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ সমন্বয়ক বৃন্দ:

মোঃ আল আমিন ইসলাম,
রক্সি (চবি), নিশান (ডিআইইউ), নাহিদ (সিপিআই), লুবান (শসমেক), মেহবরাব (কারমাইকেল কলেজ), রেজওয়ানুল হক (ডিপিআই), নুরনবী (এনজিসি) ও সহ-সম্বায়কসহ আরো অনেকে
তারা মনে করেন এদেশ স্বাধীন করেন স্বৈরাচার সরকারকে হাত থেকে আমাদের মত কোমলমতি ছাত্ররা । দেশ শান্তির শৃঙ্খলা ফিরিয়ে এনেছে ছাত্ররা এবং দেশে আর কোন চাঁদাবাজি, দালালি, ধান্দাবাজি চলবে না ছাত্ররা রুখে দাঁড়াবে সব সময়। ছাত্ররা বলেন বাংলাদেশের মানুষ সবাই এ দেশের নাগরিক শান্তিতে বসবাস করতে পারবেন কারো কোনো সমস্যা হবে না কেউ নৈরাজ্য চালাবে না কারো জমি বাড়ি ঘর ভাঙচুর করলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদের
ছাত্রদের
সাথে যোগাযোগ করবেন। এবং কেউ নৈরাজ্য চালালে প্রত্যেকটি জেলায় একজন করে মেজর আছেন সেনাবাহিনী এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী জামাত শিবির সহ আরো অনেকেই তাদের সাথে যোগাযোগ রাখতে সহযোগিতা নিতে পারেন।
এদেশ শান্তির দেশ, এ দেশ ছাত্রদের দেশ, এ দেশ সবার দেশ, এ দেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার প্রিয় দেশ, সোনার বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ জলঢাকা উপজেলা নীলফামারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন