প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রাষ্ট্র সংস্কার চাই, বঙ্গভবনে সৈয়দা রিজওয়ানা হাসান

মো: লুৎফুর রহমান রাকিব: রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারে মূল কাজ হবে বলে মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান বঙ্গভবনের দরবার হলে গতকাল রাত আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক কথায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন হতে পারে চাইলে তিনি বলেন, ‘বিব্রতকর, কঠিন প্রশ্ন করবেন না। আপনাদের মতো কাজ করতে করতে এই জায়গায় এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারে মূল উদ্দেশ্য কী হবে জানতে চাইলে তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে সরকারের মূল উদ্দেশ্য। বঙ্গভবনের দরবার হলে সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, আ.ফ.ম খালিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত হয়েছেন। তাঁরা উপদেষ্টাদের নির্ধারিত আসনে বসেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন