প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় পায়রাবন্দর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের যৌথ আয়োজনে শনিবার (৭অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি রেজাউল করিম রেজা। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,জাসদ নেতা বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সম্মিলিত নাগরিক অধিকার জোট সহ-সভাপতি প্রভাষক ইয়াকুব খান, এনামুল হক, জসিমউদদীন, শামিম সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়নের স্বার্থে পায়রা বন্দরে ১২৯ টি পরিবার তাদের ভিটেমাটি সবকিছু দিয়ে দিয়েছে। কথা ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমির মূল্যসহ আবাসন দেওয়া হবে। বক্তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নানা অনিয়মের অভিযোগ তুলে সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন