প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রূপগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়ক, পূর্বাচলের ৩০০ফুট সড়ক, রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কসহ রূপগঞ্জের অভ্যন্তরিণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। তারা রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পরিচ্ছনতায় নিয়োজিত রয়েছে। গত দুই দিন ধরে সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে। লোকজনদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে তারা। এ সময় ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে। ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চালক শহিদুল্লাহ মিয়া বলেন, সড়কে ট্রাফিক না থাকায় খুবই যানজট হচ্ছিল। ছাত্ররা এখন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এদের দেখে বোঝার উপায় নেই তারা ছাত্র। মনে হচ্ছে তারা প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাদের ডাকে আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করেছে। সামনেও কেন্দ্রীয় প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করার আহবান জানান সমন্বয়করা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন