প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কৃষনগরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শান্তি সমাবেশ

এস এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উদযাপন, সারাদেশে ৪৫০ এর অধিক হত্যার বিচার, দ্রুত অন্তবর্তী সরকার গঠন এবং দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শান্তি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট বুধবার সকাল ১১ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বর হতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অংশগ্রহনে শান্তি মিছিলটি কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কৃষ্ণনগর শাখার সম্মনয়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পাদ ধংশ এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালিন শিক্ষার্থী সহ নিরিহ মানুষ হত্যার বিচার, চলমান পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টিকারীদের সংগবদ্ধভাবে দমন ও নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নত করে রাখা এবং প্রশাসন এক্টিভ হলে নৈরাজ্যকারীদের বিচারের মুখোমুখি করতে সকলের প্রতি আহবান জানান। পরে ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারগুলোকে সমবেদনা জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রফেসর মাহবুবুর রহমান মুকুল ,শিক্ষক ও সংবাদিক আফজাল হোসেন, কিষাণ মজদুর হাইস্কুলের শিক্ষক আমিনুর ইসলাম, এছাড়া সমাবেশটিতে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মাজিদ,তাজুল হাসান সাদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর রহমান, আব্দুল কাদের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন