প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত জেলা বিএনপির নেতাকর্মীদের মুক্ত মিছিল

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত মুক্ত মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৭ আগস্ট) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে ব্রীজের মোড়ে গিয়ে শেষ হয়।–ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন’ সবাই মিলে দেশ গড়ার আহ্বান সেখানে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক, শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানাসহ যুবদল ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা মুক্ত। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। তবে গত কয়েকদিন একটি কুচক্রী মহল বিভিন্ন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করেছে, প্রশাসন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা তাঁদের। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন