প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের। বেগম সাহিদা দের জায়গা জমি নিয়ে বিরোধ

সাতক্ষীরা প্রতিনিধি : তাং ০৬/০৮/২০২৪ রোজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কলারোয়া গোয়ালচাতর গ্রামের মোঃ হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি জমি জায়গা নিয়ে ঝামেলা রইছে নূর ইসলাম নামের এক ব্যক্তির সাথে সাথে দীর্ঘ দিন ধরে চলছে মামলা হামলার নিয়ে জমি টি জব্বর দখল করে ভোগ করার চেষ্টা করেন নুর ইসলাম নামের এই ব্যক্তিটি এই ভূমিদস্য কর্তৃপক্ষ মোঃ হাফিজুল ইসলামের জমিটি জোরপূর্বক ভাবে টাকা পয়সার বিনিময়ে অত্র গ্রামের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জমি টি দখল করেন গতকালকেরে রোজ মঙ্গলবার হইতে দুপুর ১২ টা দিকে এই ভূমিদস্য ও কর্তৃপক্ষদের বাঁধা দিতে গিয়ে ইনজামুল হক তাদের উপর আঘাত করেন এই ভূমিদস্যুতের হাতে কঠোরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে মোঃ হাফিজুল ইসলামের এই ব্যক্তি স্ত্রী উপরে হামলা করেন দাও লাঠি করি দিয়ে আঘাত করেন এবং তার কন্যা উপরে লাঠিখুরি দিয়ে আঘাত করেন আহত হন ২ জন মা মেয়ে কঠিনভাবে অসুস্থ হয়ে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রত অবস্থায় আছেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন