প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

টঙ্গীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাইলী গ্রেফতার।

গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।পুলিশ জানায় মাদক বিক্রি চলছে এমন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার সন্ধায়
এরশাদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে
মাদক ব্যবসায়ী লাইলীর বসত ঘরের সামনে
৩ নং ব্লকের গলির ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়,এসময় গ্রেফতারকৃত লাইলীর নিকট হতে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। লাইলী বেগম এরশাদ নগর এলাকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী,তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করা হয়েছে, ইতিপূর্বেও লাইলী বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা হয়েছিল যা বর্তমান আদালতে বিচারাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন