প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত পিতা পুত্র

 সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে তানোর সাবরেজিস্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক (মুহুরী) ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার অনার্স পড়ুয়া ছেলে শুভকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। বুধবার(৭ আগস্ট) সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের( ইউপি)’র সেলামপুর গ্রামে ঘটে এমন মারপিটের ঘটনাটি। এঘটনায় আহত হয়ে মুহুরী ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেলামপুর গ্রামের হাবিবুর,সিহাব,বাবুল,মিঠু,বাচ্চু,ডাবলু,ইউনুস সহ তারা দলবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে সিনিয়র দলিল লেখক(মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী ও তার অর্নাস পড়ুয়া ছেলে শুভকে অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করেন। এতে করে তাদের লাঠির আঘাতে সিনিয়র দলিল লেখক ও বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভর মাথা ফেটে যায়। তারা বাপ ছেলে মাটিতে লুটিয়ে পড়লে তাদের ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় তাদের স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত চিকিৎসা অবস্থায় সিনিয়র( মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী বলেন, তাদের ভাগ্নী কে নিয়ে মামলা জটিলতার জের ধরে আমাদের বাপ ছেলের উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়। এতে তাদের লাঠির আঘাতে আমরা বাপ ছেলে মাথা ফেটে আহত হয়। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন