প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনার আমিনপুরে বাস- সিএনজি সংঘর্ষে নিহত ৩

এস এম আলমগীর চাঁদ,বিশেষ প্রতিনিধি: পাবনার আমিনপুরে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৩ পাবনার আমিনপুর নতুন বাজার এলাকায় পাবনা কাজিরহাট রুটের হাসান বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩যাত্রী নিহতের খবর পাওয়া গিয়েছে। পাবনা থেকে কাজিরহাট গামী বাসটি নতুন বাজার কবর স্থানের কাছে পৌঁছলে কাশিনাথপুর গামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমরে মুচকে যায়।এতে সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে শিশুসহ ৩ জন নিহত হন। এর মধ্যে ১ জনের নাম ঠিকানা পাওয়া গিয়েছে তিনি সালভি ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক। সালভি ইসলাম ঈশ্বরদী থানা এলাকার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তবে এখনো নিহত বাকি দুজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন