প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের লুন্ঠিত মালামাল উদ্ধার করে ফেরত দিলেন ছাত্র শিবিরের কর্মীরা

এস.এম আলমগীর চাঁদ ,বিশেষ প্রতিনিধি: গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার সঙ্গে সঙ্গে সংবাদ দেশের বিভিন্ন স্থানের মত পাবনার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে দুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ সময় ভবনে থাকা সমস্ত মালামাল দুস্কৃতিকারীরা লুট করে নিয়ে যায়। বিষয়টি জানা জানি হলে সংগঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সাঁথিয়া উপজেলা ও পৌরসভার বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থান হতে লুন্ঠিত মালামাল উদ্ধার করেন। উক্ত উদ্ধার কৃত মালামাল তারা মঙ্গলবার সকাল ১১ টার সময় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহিদুল ইসলাম এর নিকট জমা দেন। উদ্ধারকৃত মালামাল হলো: সিলিং ফ্যান ৮টি, প্লাস্টিক চেয়ার ৯টি, হাতল চেয়ার ২টি, গ্যাস সিলেন্ডার ২টি, পানির মোটর ১টি, ইউপিএস ১টি, সাউন্ড বক্স ১টি, স্টিলের র‌্যাক ১টি ও টেবিল ১টি। এ মহৎ কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে ধন্যবাদ জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন