১! বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা। ২! পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে। ৩! পুলিশ কোন এমপি মন্ত্রী কে প্রোটোকল দিবে না। ৪! পুলিশ কোন সিনিয়র অফিসার কে প্রোটোকল দেবে না। ৫! পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না। ৬! পুলিশের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদোন্নতি পায় ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ৭! পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে। ৮! অফিসারের মত কনস্টেবলদেরকেও কেউ সোর্স মানি দিতে হবে। ৯! পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টি-এ ডি-এ বিল নিশ্চিত করতে হবে। ১০! পুলিশের ঝুঁকিবাতা বৃদ্ধি করতে হবে। ১১! প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে। যেমন এক কনস্টেবলের বাড়ি নেত্রকোনা থাকে বদলি করা হয় চট্টগ্রাম রেঞ্জে। এটা অমানবিক।