প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেখ হাসিনার পদত্যাগে কৈমারীতে বিজয় মিছিল

 মোঃ রাজু মিয়া সোহাগ ,স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে গতোকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খুশির খবরে সারা বাংলাদেশ সহ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারীতে বিজয় মিছিল ও উসৃঙ্খল ব্যাক্তিদের হুসিয়ারি সহ কৈমারী স্কুল এন্ড কলেজের প্রেন্সিপল আব্দুর রউফ খান দুলুর নৈরাজ্যমূলক কান্ড কারবার বন্ধ ও আগের হিসেবপাতি মিল করার আল্টিমেটাম দিয়েছে ছাত্র জনতা।ছাত্রদের উৎপেরন যোগাতে সহযোগিতা করছেন কৈমারী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকগন এবং ছাত্রদের অবিভাবকরা ও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গনঅধিকার পরিষদ,ও অন্যান্য সহযোগী দলগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। পাশাপাশি খুশিতে কৈমারীতে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছেন । মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টার দিকে কৈমারী ইউনিয়ন পরিষদের শহীদ মিনারের কাছে কোটা সংস্কার আন্দোলনের শহীদ ভাইদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করে স্লোগানে বিজয় মিছিল বের করে কৈমারী টু চড়কডাঙ্গা মাঠ বরাবর হয়ে পেলকারমোর হয়ে কৈমারী আলিম মাদ্রাসা হয়ে কৈমারী জিড়ো পয়েন্ট মোড় সড়ক প্রদর্শন করে। কৈমারীতে সকল প্রকার চাদাঁবাজি ও যানবাহনের ট্রোল বন্ধ করে দেন ফারুক হাসান সহ তার সঙ্গীয় ছাত্র জনতা।এছাড়াও কৈমারী জুড়ে মোটরসাইকেলে চড়ে আনন্দ করতে দেখা গেছে সাধারণ মানুষদের।অবশেষে কোটা আন্দোলনের সমন্বয়ক প্রধান ফারুক হাসান ছাত্রদের উদ্দেশ্য বলেন কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেননা।আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে পরিশ্রম করতেছি। ফারুক হাসানের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে ছাত্ররা সমাবেশ ও মিছিল শেষ করে যে যার গন্তব্যে চলে যায়।এবং আগামীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহবান জানিয়ে দিয়ে সময় ঠিক করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন