প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ কেন্দ্রীয় কমিটির অনুমোদন ও কর্মী সমাবেশ

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্টারঃ  ঢাকা জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ কেন্দ্রীয় কমিটির ঘোষনা উপলক্ষে সমগ্র দেশের জেলা ও বিভাগীয় সভাপতি, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিততিতে এক আলোচনা সভা ও মত বিনিময়ের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষনা হয়। আহ্বায়ক: লায়ন নূর ইসলাম এবং সদস্য সচিব খন্দকার মাসুদুর রহমান দিপু। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের সকলের কাছে অঙ্গীকারবদ্ধ, সংগঠন ও নেতৃবৃন্দের মঙ্গল কামনায় সর্বদা পাশে থেকে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি তারই ধারাবাহিকতায় আরো শক্তিশালী করতে ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায় ও কর্মসংস্থানের লক্ষে ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশু কল্যাণ পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। ৪২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যিনি তিনি হলেন, দেশ বরেন্য সাংবাদিক নেতা লায়ন নূর ইসলাম। উক্ত কর্মি সমাবেশ ও কেন্দীয় কমিটি অনুমোদন সভায় উপস্থিত ছিলেন লায়ন সোবহান হাওলাদার, রেজাউল ইসলাম, তন্ময়, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, আরাফাত ইয়াসিন, সাজ্জাদ খোকন, সেলিম বেপারী,আতপিয়া কাসফিয়া শিফা নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন