প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে চার দলীয়

মোঃ আবু রায়হান,সাতক্ষীরা : খালি পায়ে নক – আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন:- আজ বুধবার বিকাল পাঁচটায় বারিক সরদার, মাষ্টার হাবিবুল্লাহ ও সুমন দাসের যৌথ আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান খান চৌধুরীর সার্বিক সহযোগিতায় চারদলীয় খালি পায়ে পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান খান চৌধুরী, সাথে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, দুলাল ঘোষ,কলারোয়া থানার স্টাফ ইন্দ্রজিৎ কুন্ড। এবং বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় মুখোমুখি হয় দুলালের মিষ্টি ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোল শুন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণ করে খেলেও কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা টি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বন্ধু মহল ফুটবল একাদশ ৩-২ গোলে দুলালের মিষ্টি ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বন্ধু মহল ফুটবল একাদশের গোল রক্ষক ইমন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ বনাম দুরন্ত তুলসীডাঙ্গা ফুটবল একাদশ। খেলা টি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, সহকারী রেফারী ছিলেন সাজু হালদার ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন