প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মহররম মাসের তাৎপর্য ও আশুরার দিনের কিছু ঘটনা

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে।এইসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারিমে রয়েছে আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখা ১২ এরমধ্যে চারটি মাস (মহররম, রজব, জিলকদ, জিলহজ,) সন্মানিত মাস। পৃথিবীর জন্মলগ্ন থেকেই নানা ঘটনাপ্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহররম মাস। বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরও বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদতের অমিয় সুধা পান করেন হজরত হোসাইন (রা.)। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম তাৎপর্যমণ্ডিত একটি মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত। আসমান-জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের ১০ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল।বলে মুসলিম উম্মার কাছে ১০শে মহররম খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানের। এই দিনটিতে কি কি ঘটেছিলো কি কি সৃষ্টি হয়েছে তা নিম্নে বর্ণনা করা হলো। আকাশ জমিন পাহাড়-পর্বত সব কিছু সৃষ্টি, আদম আ., এর সৃষ্টি,, নূহ আ.,মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ, হজরত ইবরাহিম (আ.) নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ, দীর্ঘ ১৮ বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব (আ.)-এর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিলাভ, হজরত সুলাইমান (আ.)কে পৃথিবীর রাজত্ব দান, হজরত ইউনুস (আ.)কে ৪০ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার, হজরত মূসা (আ.) ফেরাউনের কবল থেকে রক্ষা, হজরত ঈসা (আ.)-এর পৃথিবীতে আগমন এবং জীবতাবস্থায় আসমানে উত্তোলন, ১০. হজরত ইদ্রিস (আ.)কে আসমানে উত্তোলন, হজরত দাউদ (আ.)কে বিশেষ সম্মানে ভূষিত, খায়বার যুদ্ধের বিজয় অর্জন, মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন, হজরত আদম (আ.)-এর জান্নাতে প্রবেশ, হজরত আদম (আ.)কে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়া (আ.)-এর পুনঃসাক্ষাৎ লাভ, হজরত নূহ (আ.)কে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান, হজরত সোলায়মান (আ.)কে হারানো বাদশাহি ফিরিয়ে দেওয়া, হজরত ইয়াকুব (আ.) কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ লাভ, প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে হিজরত করে মদিনা শরিফে আগমন, হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার ৭৭ ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদতবরণ, এই তাৎপর্য বিষয় গুলোর কারণে মুসলিম উম্মাহর কাছে ১০শে মহররম আরো বেশি গুরুত্বপূর্ণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন