প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কচ্ছপের কামড়

শাহজালাল সুজন

স্বভাবে যার এঁটুলি ভাব
কাট-গোঁয়ারে থাকে,
যায় না চেনা মতিগতি
ঘাঘু সাজে ফাঁকে।

পরের কাঁধে বন্দুক রেখে
পোদ্দারি ভাব ধরে,
বেশ ভূষণে আল্লাহর ওলী
হিংসায় জ্বলে মরে।

বোঝেনা তো ভালো-মন্দ
চাপান-উতোর মনে,
আকৃতিতে মানুষ হলেও
বসত ভিটা বনে।

ছুঁচোর কেত্তন করে বেড়ায়
চায় না কারো ভালো,
ছক্কা পাজা করে দেখে
নিজের ঘরটায় কালো।

ছেঁড়া চুলে খোঁপা বাধা
টুলো পণ্ডিত ছলে,
টুপ ভুজঙ্গ শ্রদ্ধা বিহীন
ঢেঁকির কুমির বলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন