প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পরশুরাম থানা যুবদল এর নব-গঠিত আহবায়ক কমিটি’র পরিচিতি সভা।

রংপুর মহানগর যুবদলের অন্যতম ইউনিট পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলে’র নব-গঠিত আহবায়ক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয় নগরীর
বুড়িরহাট কুঁড়ে ঘর পার্কে গতকাল শনিবার ৭ অক্টোবর সন্ধ্যায়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলে’র নব-গঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক শাকিল হোসেন।
সভা পরিচালনা করেন পরশুরাম থানা যুবদলের নব-গঠিত আহবায়ক কমিটি’র সদস্য সচিব নাজমুল ইসলাম।
উক্ত সভায় বক্তব্য রাখেন সিনিঃযুগ্ম-আহবায়ক
আব্দুর রহিম, যুগ্ম-আহবায়ক খায়রুল বাশার,আকাশ,সুখী,ও বেলাল এছাড়াও উপস্থিত ছিলেন সজিব,পুতুল,মিলন প্রমুখ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
উক্ত সভা থেকে রংপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন