প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরে বাঙ্গাল সৈয়দ সাবির শাহ্ (ম.)র সকাশে পৌর মেয়র পারভেজ

আওলাদে রাসুল (স:) পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ্ (মা:জি:আ) রাউজানে আগমন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় পৌরসভার পক্ষ থেকে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ্ হুজুর কে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত সম্মাননা স্মারক ক্রেস্ট ও ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ‍্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী।
মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আব্দুল লতিফ, কাজী মোহাম্মদ রাশেদ মোহাম্মদ ছাবের হোসেন, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, মোহাম্মদ নাছির উদ্দিন, নকীব সিদ্দিকী, আরফানুল ইসলাম আবির, তৌহিদ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন