প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোদাগাড়ীতে পুলিশের সাহায্যে বন্যার পানিতে ভেসে যাওয়া ২২ জানকে উদ্ধার -১ জন নিখোঁজ

গোদাগাড়ীতে পুলিশের সাহায্যে বন্যার পানিতে ভেসে যাওয়া ২২ জানকে উদ্ধার -১ জন নিখোঁজ।
রাজশাহীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের মধ্যে বন্যা প্লাবিত হয়েছে, যার ব্যাপক প্রভাব পড়েছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে।গত তিন দিনের বৃষ্টিতে বন্যার পানিতে ভেসে গেছে। গতকাল হঠাৎ আকষ্মিক ভাবে পানি বেড়ে গেলে পানি বন্দী লোকজন জরুরী সেবা ৯৯৯ কল করলে, তাৎক্ষনিক ভাবে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুল ইসলাম এর নির্দেশনায় ও প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ আব্দুল বারীর পরামর্শে প্রেমতলী তদন্ত কেন্দ্রের এস‌আই বিনয় কুমার স‌ঙ্গীয় ফোর্স ও স্থানীয় ইউপি সদস্য সহ জনসাধারণের সহায়তায় গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের কমলাপুর বিলে আকস্মিক বন্যার পানিতে আটকে পড়া বিভিন্ন স্থান হ‌ইতে আগত ২২ জনকে উদ্ধার করেন।তবে স্রোতের কবলে ০১ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির পরিচয় মোঃ মকছেদ আলী (৫৫), পিতা- মৃত নাজিমুদ্দিন, সাং- ঝালুকা, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। নিখোঁজ ব্যক্তিকে কেউ খুঁজে পেলে এস আই বিনয় কুমার সকলের সহযোগিতা কামনা করেন এবং খোঁজ পেলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এক জনের এখনো খোঁজ মিলেনি।তবে তাকে উদ্ধার করতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এই উদ্ধার তৎপরতা চালিয়ে ২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন