প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টঙ্গীতে গাড়ি থামিয়ে মারধর, ভাংচুর নগত টাকা সহ স্বর্ণ লুট থানায় অভিযোগ

 মোছাঃ কণা আক্তার , স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া লেদু মোল্লা রোডে গতকাল রবিবার রাত আনুমানিক ১ টার সময় একদল ছিনতাইকারী আমার গাড়ির গতি রোধ করে গাড়ি ভাংচুর, আমাকে মারধর ও আমার গাড়িতে থাকা নগদ ২২ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা করেন। এ বিষয়ে আহত রাজু আহমেদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জন অজ্ঞাতনামা নাম দিয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন ১। মুছা (৩৫) পিতা মৃত, মফিজুল ইসলাম, ২/দত্তপাড়া বনমালা একাধিক মামলার আসামী ও মাদকের গডফাদার হুমায়ুন এর ছোট ভাই,কাইয়ুম সরকার (৩৬) পিতা- মৃত আনছার আলী, ৩। সাগর (৩৭) পিতা- অজ্ঞাত, সর্ব সাং- দত্তপাড়া লেদু মোল্লা রোড, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর। এ বিষয়ে টঙ্গে পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন