প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেন হালুয়াঘাট থানা পুলিশ হেফাজতে

মফিদুল ইসলাম লাভলু , ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন‍্য থানা হেফাজতে নেয় ।পুলিশ হালুয়াঘাট থানার ওসি মোঃ মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন। জানা যায় যে উপজেলার খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এ অভিযোগ করেন। তবে ঈসমাইল ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়। ঈসমাইল হোসেন এর ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর এনামুল হাসান বলেন ঈসমাইল গত বছর দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। সেই ক্ষোভে এমন অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোঃ মাহাবুবুল হক মোবাইল ফোনে বলেন ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেও এখন জানা গেছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের কাগজপত্র দেখাতে পারেন, তাহলে ঘটনাটি ভিন্নরকম হবে। এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না তবে দতন্ত সাপেক্ষে আমরা আইননুগ ব্যবস্হা নিবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন