পঞ্চগড়ে অগ্নিকােন্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ
পঞ্চগড়ের বোদা উপজেলায় মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে সার্ভসিং টেবিল, টুলস সহ নগদ অর্থ-প্রদান প্রদান করেছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন। শুক্রবার (৬ – অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বোদা বাজার চৌধুরী মার্কেটে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে এসব যন্ত্রাংশ ও নগত অর্থ প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ,
এ সময় আরো উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাজবুল আলম জুলিয়েট, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী, এসোসিশনের বোদা উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য আল আমিন, আব্দুল্লা , শাহিন সহ স্থানীয়রা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ জনকে নতুন ভাবে ব্যাবসা পরিচালনা করার লক্ষে সার্ভিসিং টেবিল, টুলস সহ নগদ অর্থ প্রদান করা হয়।