শুভ সাহা বিশেষ প্রতিনিধি: সমগ্র দেশের ন্যায় টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল ১০ঘটিকায় শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দিরের সভাপতি:সুভাষ চন্দ্র সাহা, সহ-সভাপতি:সুভাষ সরকার, সাধারণ সম্পাদক:বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক:লিটন সাহা,সাংগঠনিক সম্পাদক:সুমন সরকার,জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক: সাংবাদিক শুভ সাহা প্রমুখ। এছাড়াও আদালত পাড়া পূজা সংসদের প্রচার সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী আদালত পাড়া পূজা সংসদের কোষাধক্ষ পার্থ কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও সকল বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। ওই শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার (১৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।