প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রায়গঞ্জের নিমগাছিতে রথযাত্রা অনুষ্ঠিত সুজন কুমার ভৌমিক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয় আজ রবিবার। ভক্তদের বিশ্বাস -এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে। ঈশ্বরের কৃপা ও পুন্য লাভের আশায় দিনটিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা আজ রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে সেই রথ মন্দির থেকে টেনে নিয়ে যাবেন আরেক মন্দিরে আবার আটদিন পর সেখান থেকে ফিরিয়ে আনা হবে জগন্নাথ দেবের মন্দিরে একে বলে উল্টোরথ। সারা দেশের মত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে পালিত হলো এ উৎসব। হাজারো ভক্তের উপস্থিতিতে নিমগাছি জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এ রথযাত্রা। পরবর্তীতে নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পালিত হয় এ উৎসব। আয়োজক কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়,সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ,মাননীয় জাতীয় সংসদ সদস্য -৬৪ সিরাজগঞ্জ ৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম হোসেন শোভন সরকার চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা পরিষদ ও আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন চেয়ারম্যান ২ নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ প্রমূখ। পরে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যান মাসির বাড়ি মন্দির প্রাঙ্গনে। উল্টোরথের দিন পর্যন্ত রথ ওখানেই থাকবে। উল্লেখ্য: বিগত পনেরো বছর যাবৎ নিমগাছিতে এই রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন