প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইল প্রেসক্লাব কর্তৃক পুলিশ সুপারের পদোন্নতিতে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা:

শুভ সাহাঃ টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনভেনশন সেন্টারে সরকার মোহাম্মদ কায়সার বিপিএম,পুলিশ সুপার,টাঙ্গাইল ”অ্যাডিশনাল ডিআইজি”পদে পদোন্নতি এবং বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সুসম্পন্ন হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার,টাঙ্গাইল ”অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তিতে”ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ পুলিশ সুপার, টাঙ্গাইল’র কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভুয়শী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।

বিদায়ী পুলিশ সুপার, টাঙ্গাইল’র পেশাগত ও ব্যক্তি জীবনে সর্বাঙ্গীণ সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা টাঙ্গাইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন