প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবিক সাহায্যের জন্য সযোগিতা কামনা

সহযোগিতা কামনা করছি
দেশ-বিদেশের সকলের কাছে সাহায্য চেয়ে হাত পেতেছেন এক অসহায় বাবা। নাম: ওবায়দুল ইসলাম, পিতা : মৃত মোজাহের মিয়া, গ্রাম : দলিবিলা,লোহাগড়া, চট্টগ্রাম। তিনি দীর্ঘ কয়েকবছর ধরে কিডনি সমস্যা ও কিডনি পাথরের সমস্যায় ভুগছেন এবং তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে একটা অপারেশন করিয়েছে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে। আরও দুইটি অপারেশন লাগবে বলে জানিয়েছেন ডা: এম এ লতিফ,চট্টগ্রাম ল্যানসেট হসপিটাল। তাই এই অপারেশন গুলো করাতে প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। এই মূহুর্তে তার পক্ষে এত টাকা খরচ বা যোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। তিনি একজন দিনমজুর হিসেবে কাজ করেন।এর মধ্যে একটা অপারেশন করতে অনেক টাকার ঋণ গ্রস্ত হয়ে পরেছেন। তার এটকা ছেলে কোরআনে হাফেজে লেখাপড়া করেছেন তার লেখাপড়ার খরচ ও সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে তার। ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছেনা পরিবারের লোকজন। কারণ দীর্ঘ এক বছর ধরে কোন রকম কাজ তিনি করতে পারছেনা।

তাই যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।

বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্থ পাঠানোর ঠিকানা : ০১৮৮০৬৭৩৪৩৫( বিকাশ ও নগদ পার্সোনাল)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন