প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবপুর, সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদী জেলা আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য, শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক, অসহায় মানুষের সহায়ক, দুইবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মোঃফরহাদ আলম ভূইয়াকে পুনরায় মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হিসেবে দেখতে চান মাছিমপুর ইউনিয়ন এর অসহায় ,নিরহ, খেটে খাওয়া জনসাধারণ। কিছু সংখ্যক ব্যক্তিদের নিজ স্বার্থে ও একাধিক মামলার জটিলতার কারণে দীর্ঘ ২২ বৎসর যাবৎ মাছিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়ায় গ্রামীণ অবকাঠামোর খুব সীমিত চোখে পরার মত কোন উন্নয়ন হয় নাই । তবে চেয়ারম্যান না হয়েও ২২ বৎসর যাবৎ ফরহাদ আলম ভূঁইয়া ,অত্র ইউনিয়ন সহ শিবপুর উপজেলার জনসাধারণের পাশে রয়েছেন দিবারাত্র, বিপদ আপদে বিভিন্নভাবে শিবপুর বাসীদের সেবা দিয়েছেন তিনি দিবারাত্র । স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান অসহায় শিক্ষার্থীদের সহায়ক হিসেবে ভূমিকা রেখেছেন ফরহাদ আলম ভূঁইয়া।বিনোদন ও খেলাধুলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদেরকে উৎসাহিত করা ও সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তিনি । এমনকি এলাকার অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা রক্ষা , কিশোর গ্যাং ও মাদক,চোর ,ডাকাত কে প্রতিহত করা , ঝগড়া-বিবাদ, দাংগা-হাংগামা ও জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সালিশের মাধ্যমে বিবাদ নিস্পত্তি করাই ছিল তার কাজ, ২২ বৎসর যাবৎ চেয়ারম্যান এর দায়িত্বে না থেকেও নিজ উদ্যোগে শিবপুর বাসীদের কে পরিবারের সদস্য মনে করে দ্বায়িত্ব পালন করে সঠিক সমাধান দিয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া। সে জন্য মাছিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ব্যক্তি হিসেবে সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূঁইয়াকে , মাছিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে পেতে চায় মাছিমপুর ইউনিয়ন এর অসহায়, নিরীহ ,খেটে খাওয়া, জনসাধারণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন