প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে নারী ও শিশু মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইনউদ্দিন ওরফে চিনিমিয়া(৪৫), কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার  (০৫জুলাই) ভোর রাতে নারায়ণগঞ্জ চাষারা এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।  গ্রেফতারকৃত আসামী হলো: ৭ নং করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া পাটলী গ্রামের মর্তুজ আলীর পুত্র আইনউদ্দিন ওরফে চিনিমিয়া(৪৫) কে গ্রেফতার করা হয়।  নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই বিজয় দেবনাথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জ শহর থেকে আইনউদ্দিন গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন