নিজস্ব প্রতিবেদন: আমার-আপনার একটু সহযোগিতায় হয়তো বাঁচতে পারে মোসা: রোজিনা খাতুন (৩৪) এর জীবন, স্বামী: মোশারফ হোসেন পিতা:আজহারুল ইসলাম, মাতা:ইসমোতারা, গ্রাম,শাহলালপুর পোস্ট, পানি হারা , ০৫নং রসুলপুর ইউনিয়ন , উপজেলা, নিয়ামতপুর জেলা, নওগাঁ মোঃ মোশারফ হোসেন এর স্ত্রী দীর্ঘ দিন থেকে অসুস্থতায় ভুগছেন অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছে এ অসহায় মহিলা। তার পরিবারে রয়েছে এক ছেলে এক মেয়ে সন্তান।তার স্বামী দিনমজুর দিন আনে দিন খায় এখন তার কাছে চিকিৎসা করার মতো কোন টাকা পয়সা নেই । সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চলে।ঘুণাক্ষরেও টের পাইনি কখন যে, মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার লিভার সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। রোজিনা খাতুন বলেন। আমি মরে গেলে আমার ছোট ছোট ছেলে মেয়েদের কি হবে বলে। কান্নায় ভেঙে পড়ে। সর্বশেষ চিকিৎসক মোসা :রোজিনা খাতুন কে ভারতে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন মতেই সম্ভব নয়। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তার স্বামী দিনমজুর মোঃ মোশারফ হোসেন । তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা। সাহায্য পাঠানোর ঠিকানা- মোসা :রোজিনার খাতুন এর স্বামীর নগদ নাম্বার:০১৭৮৮০০৮৪৭৮