প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন সেনাবাহিনী

এস এম রমজান আলী বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বন্যা জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেড় শ’ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বান্দরবান সেনাবাহিনী। শনিবার (৬ জুলাই) বান্দরবান সেনানিবাস মাঠে সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় সদর জোনের অধিনায়ক লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেনাবাহিনী সদর জোনের উপ-অধিনায়ত মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশিদ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি গুড়, ২ লিটার পানি, ৩ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম বিস্কুট, ৫টি করে সেলাইন। সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও বন্যা ও পাহাড় ধসে লোকজন ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন