প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজার নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়ে সহ তিনজন নিখোঁজের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর জোৎস্না বেগম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ৫ দিন পর সুনামগঞ্জ সদর ইউনিয়নের ব্রাহ্মণ গাও এলাকায় সুরমা নদীতে সকাল ৮ ঘটিকায় গুল বিবি ৭৫  লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেলে দোয়ারাবাজার থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকায় জোৎস্না বেগমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি দোয়ারাবাজার থানার ওসিকে জানান পরে লাশ উদ্ধার করে জানাজা ও দাফন করা হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। জোৎস্না বেগম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নৈইন গাঁও গ্রামের আইন উদ্দিনের স্ত্রী। এদিকে নিখোঁজ বাকি একজন নিহতের মেয়ে শিশু হাবিবা আক্তার (ময়না)  সন্ধান এখনো পাওয়া যায়নি। দুই জনের মরদেহের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘স্থানীয়রা মরদেহ ভেসে ওঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে।’ উল্লেখ্য: গত মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে দোয়রাবাজার উপজেলার সুরমা নদীতে দোয়ারাবাজার সদর-মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়া পারাপারের সময় নৌকাডুবির এই ঘটনা ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন