প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) বদলীজনিত বিদায় সংবর্ধনা

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান,বিপিএম(বার) সিলেট জেলার পুলিশ সুপার পদে বদলীর আদেশ প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশ, কুমিল্লা কর্তৃক পুলিশ সুপার, কুমিল্লা ও পুনাক সভানেত্রী, কুমিল্লার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ, কুমিল্লার বিভিন্ন পদবীর সহকর্মীগণ বিদায়ী অতিথিদের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদ্বয় বহুমুখী গুণাবলি সম্পন্ন অত্যন্ত দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে মূল্যায়িত হন। কুমিল্লা জেলা পুলিশ তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব আব্দুল মান্নান বিপিএম (বার), পুলিশ সুপার, কুমিল্লা এবং পুনাক কুমিল্লার পক্ষ থেকে জনাব অপর্না বৈদ্য, সভানেত্রী, পুনাক, কুমিল্লা, উপ-পরিচালক, স্থানীয় সরকার চাঁদপুর’দ্বয়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ জানানো হয়। পুলিশ সুপার, কুমিল্লা ও পুনাক, সভানেত্রী, কুমিল্লা জেলা পুলিশ কুমিল্লা এবং কুমিল্লার সকলের প্রতি আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ, কুমিল্লা, জেলা প্রশাসন, কুমিল্লা, জেলা পরিষদ, কুমিল্লা ও কুমিল্লা জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন