প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ছাতকে ৪৮ ঘন্টা পর খুন হওয়া ৯ বছর বয়সি শিশু ইভার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ

ছাতকে ৪৮ ঘন্টা পর খুন হওয়া ৯ বছর বয়সি শিশু ইভার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যায় থানাপুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রণজয় চন্দ্র মল্লিক জানান, গত ২ দিনের বিশেষ অভিযানের পর আজ (শুক্রবার) সন্ধ্যায় মাথাটি উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার করা হবে।এর আগে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ইভা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের যাওয়ার জন্য বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধান ক্ষেত থেকে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর পর থেকে ইভার মাতা উদ্ধারের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহীনী। ঘটনার ৪৮ ঘন্টা পর নিহত ইভার খন্ডিত মাতা উত্তর করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন