প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহী কলেজের লাইট হাউস এর নতুন কমিটি ঘোষণা

 মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী কলেজের লাইট হাউস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজকে সভাপতি এবং একই বর্ষের তুষার ইমরানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) শহীদ এ এইচ এম কামরুজ্জামান ভবনের ১০১ নং রুমে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করেন । লাইট হাউস ক্লাবের সভাপতিত্ব করেন প্রফেসর ডা. ইয়াসমিন আকতার সারমিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। কমিটি আহ্বায়ক হিসেবে কাজ করছেন,তোফায়েল আহমেদ ও দোলোয়ার হোসেন স্যার এই কমিটির আয়োজন করেন। সহযোগিতা ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী গন। এই কমিটির মোট সদস্য ৪১ জন নিয়ে এই কমিটির ঘোষণা করা হয়। লাইট হাউস ক্লাবের নতুন কমিটির সদস্য বৃন্দ হচ্ছে, সভাপতি-মাহফুজ, সহ-সভাপতি(১)-আলি আহমেদ, সহ-সভাপতি(২)-লাবনী খাতুন, সহ-সভাপতি(৩)-সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক-তুষার ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক-ইশতিয়াক জামান, ফাইসাল ইসলাম, সিনথিয়া,জুবাইর আলম, তাসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক- মোঃ আবু সাইম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক -মোঃ আহসান হাবীব,জান্নাতি খাতুন, ক্রীড়া সম্পাদক -মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম ক্রীড়া সম্পাদক-মোঃ শাকিব আলী, মোঃ ফারহান ইসলাম, সংস্কৃতি সম্পাদক-আয়েশা সিদ্দিকা, যুগ্ম সংস্কৃতি সম্পাদক- মুজাক্কিরা, ফাতেমা খাতুন,জাকি আমরা আশা, ফারজানা আলম অন্তু, সাহিত্য সম্পাদক – সাবরিনা মম, যুগ্ম সাহিত্য সম্পাদক – এ.কে.এম জাকের আব্দুল্লাহ, সেমিনার সম্পাদক – মেহেরীন আফরোজ, যুগ্ম সেমিনার সম্পাদক – রিকা সানজিদা, মোহাঃ ইত্তেহাদ ইসলাম, শৃঙ্খলা সম্পাদক – মোঃ সাব্বির রেজা, যুগ্ম শৃঙ্খলা সম্পাদক – মোছাঃ জুলেখা আক্তার, নাজমুল হক, যোগাযোগ সম্পাদক – মোঃ রাসেল আহমেদ, যুগ্ম যোগাযোগ সম্পাদক – নাসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক – মোঃ নাহিদুজ্জামান, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক – হাবিবুল্লাহ, অর্থ সম্পাদক – মোঃ সাগর আলী, যুগ্ম অর্থ সম্পাদক – নিতু, নির্বাহী সদস্য – মোঃ রাব্বি ইসলাম,মোসাঃ সাইমা খাতুন, মোঃ মনোয়ার হোসেন,মাহমুদুল হক, মোঃ হারুন অর রশিদ, মোঃ মোত্তালেব। এসময় ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ক্লাব রয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লাইট হাউস ক্লাবের কার্যক্রম কিছুদিন ব্যাহত হলেও এর কার্যক্রম পূণরায় সক্রিয় করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন অঞ্চলে মানবতার সেবায় বিভিন্ন অলাভজনক, কল্যাণমূখী ও স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন