প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলে চারণ কবি প্রয়াত এম এ ছাত্তার উকিলের স্মরণসভা

শুভ সাহা বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা,কবি, সাহিত্যিক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রয়াত এম এ ছাত্তার উকিলের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় সুসম্পন্ন হয়েছে। ৩ জুলাই,বুধবার জেলার অস্থায়ী কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আয়োজনে ও সভাপতি মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুলের পরিচালনায় আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ইন্তেজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি শহিদুল ইসলাম খান রুমি,যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবির সৈকত, দৈনিক জনতার কথা পত্রিকার সহ সম্পাদক আরিফুর রহমান,জাগো নিউজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুর রহমান টগর,জাতীয় সাংবাদিক সংস্থার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোস্তফা কামাল,হিন্দুধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ ক্রীয়া সম্পাদক সাহান হাসান,সদস্য হাবিবুর রহমান, মনির হোসেন মোল্লা,নোমান বিপু প্রমুখ। শুভ সাহা বিশেষ প্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন