প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা সুলতানপুরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

 আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিকাইল ইসলাম, ঠিকাদার শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম। সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর ঝিলপাড়া এলাকার মোস্তফার বাড়ির সামনে হতে আমিরোনের বাড়ি পর্যন্ত পৌরসভার অর্থায়নে ১০৫ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ৩১হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন