প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রাম সোনালী সমাজ ফাউন্ডেশন সেচছাসেবী সংগঠন আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম সোনালী সমাজ ফাউন্ডেশন সেচছাসেবী সংগঠন আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের নিয়ে পূর্বের ঘোষিত সময় ও তারিখ অনুযায়ী।আজ শনিবার ৭ অক্টোবর ২০২৩ ইং সকাল ১০ ঘটিকায় আমরা চৌদ্দগ্রাম উপজেলাধীন ভিটা ওয়াল্ড রিসোট আমাদের ২য় ধাপে সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর টি-শার্ট উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা সভা সফলভাবে শেষ করেছি। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেচ্চাসেবী সদস্যরা। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথি: Jalal Sikdar ( উপদেষ্টা – সোনালী সমাজ ফাউন্ডেশন )
বিশেষ অতিথি: Mohammad Mosarraf Hosen ( প্রতিষ্ঠাতা স্বপ্নপুরণ ফাউন্ডেশন )
বিশেষ অতিথি: MD Hasan ( স্বপ্ন পূরণ ফাউন্ডেশন )
বিশেষ অতিথিঃ- মোঃ এমরান হোসেন বাপ্পি ( প্রতিষ্ঠাতা গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং, কুমিল্লা )
পরিচালনা & সভাপতিত্ব করেন: এম এ জুয়েল ( উপদেষ্টা – সোনালী সমাজ ফাউন্ডেশন )
এইছাড়া ও বক্তব্য রাখেন সোনালী সমাজ ফাউন্ডেশনর সেচ্ছাসেবী সদস্যগন।
এই অলোচনা সভার ফলে ভবিষ্যৎ সংগঠনের কাজের অগ্রগতি আর ও বৃদ্ধি পাবে।
যারা আজকের আলেচনা সভায় উপস্থিত হতে পেরেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদন্তে,
সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন।
চৌদ্দগ্রাম, বাংলাদেশ।।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন